বরিশালের উজিরপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জনের মতো আহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইলে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে বরিশাল জেলা প্রশাসন দুর্ঘটনার করণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে। জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেছেন, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে তদন্ত কমিটি।
তিনি বলেন, হাসপাতালে ভর্তি ১৮ জনের চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে সার্বিক তত্ত্বাবধানে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক বলেন, বিভাগীয় কমিশনার স্যার হাসপাতালে আহতদের দেখতে গিয়েছেন এবং নিহতদের দাফনে ২০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছেন।