বন্দুক সংস্কার আইন পাস করার জন্য মার্কিন কংগ্রেসকে চাপ দিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ এক ভাষণে বন্দুক আইনে সংস্কারের আহ্বান জানান তিনি। বাইডেন মনে করেন, ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র সমস্যা মোকাবেলা না করলে একের পর এক গুলিবর্ষণের ঘটনা ঘটতেই থাকবে। টিআরটি ওয়ার্ল্ড।
মূলত বন্দুক হামলা বন্ধ করতেই আইনটি সংস্কার করতে চান মার্কিন প্রেসিডেন্ট। ধারণা করা হচ্ছে, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে বন্দুক সংস্কার আইনই হবে প্রধান ইস্যু।
বাইডেন বলেন, ব্যক্তিগত বন্দুক দিয়ে অনেক ভয়াবহ ও গণ আক্রমণ হয়েছে। কিন্তু ঘটনার পর কিছুই করা হয়নি। এবার আমাদের কিছু করতে হবে। এটাই শ্রেষ্ঠ সময়। তিনি কংগ্রেসের কাছে প্রশ্ন রাখেন, আমরা আর কত হত্যাকাণ্ড মেনে নেব, যখন দেশের বন্দুকই শিশুদের এক নম্বর হত্যাকারী হয়ে দাঁড়াচ্ছে।
গত সপ্তাহে বন্দুকধারী যুবকের গুলিতে টেক্সাসের উভালদেতে একটি স্কুলে ১৯ জন ছাত্র এবং দুই শিক্ষক নিহত হন। ওকলাহোমায় গত বুধবার আরেকটি হামলার পর বাইডেন এবার সরাসরি কংগ্রেসকে চাপ দিলেন। ওকলামায় একটি হাসপাতালে চারজনকে হত্যা করে এক বন্দুকধারী।
গত ১৪ মে নিউইয়র্কের বাফেলোতে এমন হামলা হয়। সামরিক গিয়ার পরা ১৮ বছর বয়সী একজন শেতাঙ্ক যুবক হেলমেট ক্যামেরাসহ লাইভ স্ট্রিমিংয়ের নামে কৃষ্ণাঙ্গ প্রধান এলাকার একটি সুপারমার্কেটে ঢুকে পড়ে। সেখানে রাইফেল দিয়ে গুলি চালিয়ে ১০ জনকে হত্যা করে। কর্তৃপক্ষ হামলাটিকে সাম্প্রদায়িক ও বর্ণবাদী সহিংসতা হিসেবে বর্ণনা করেছেন।
বাইডেন তার বক্তব্যে বলেন, সিনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান সদস্যরা বন্দুক সহিংসতা সম্পর্কিত আইনের বিষয়ে কোনো পদক্ষেপ নিতে চান না। এই মনোভাবকে আমি ‘অবাধ্যতা’ হিসেবে মনে করি। অবাক লাগে, সিনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা বন্দুক আইন সংস্কারে বিতর্ক বা ভোটাভুটি চান না। এটা অসংবেদনশীল আচরণ। আমরা আবার আমেরিকান জনগণকে ব্যর্থ করতে পারি না।
বাইডেন সতর্ক করেছেন, কংগ্রেস বন্দুক আইন সংস্কার পাস করতে ব্যর্থ হলে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের উচিত বন্দুক সহিংসতাকে প্রধান ইস্যুতে পরিণত করা। এই আইন পাসের মাধ্যমেই বন্দুক সহিংসতার বিরুদ্ধে ভোটারদের শ্রেষ্ঠ প্রতিবাদ হতে পারে।