দেশের অন্যতম শীর্ষ ঋণখেলাপি ও ওয়ারেন্ট ভুক্ত আসামি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমানকে গ্রেফতারে রাজধানীর গুলশানে অভিযান চালাচ্ছে র্যাব।
বুধবার (৮ জুন) রাত সাড়ে ১১টা থেকে অভিযান চলছে বলে জাগো নিউজকে জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, আরএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক দেশের একজন অন্যতম শীর্ষ ঋণখেলাপি ও ওয়ারেন্টভুক্ত আসামি। সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মাকসুদুর রহমানের রাজধানীর গুলশানের ১২০ নম্বর রোডের ২১ নম্বর বাসায় অভিযান চালানো হচ্ছে। প্রাথমিকভাবে র্যাবের গোয়েন্দা তথ্যে জানা গেছে তিনি এই বাসাতেই থাকেন।
অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।