রাজধানীর রূপনগর থেকে সাত হাজার ৯০০ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার ব্যক্তির নাম মো. জাফর (২৪)। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
বুধবার (৮ জুন) র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. জিয়াউর রহমান চৌধুরীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৭ জুন) বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রূপনগর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ জাফরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাফর বেশ কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ভিন্ন ভিন্ন কৌশলে রাজধানী ঢাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন।
এতে আরও বলা হয়, ভবিষ্যতে এরকম মাদক কারবারিদের বিরুদ্ধে র্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এইচএআর/বিএ/জিকেএস