সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার (১০ জুন) সন্ধ্যা ৬টায় একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছান তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির বলেন, সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ সন্ধ্যা ছয়টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা আব্বাস। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত আটটার দিকে বাসার উদ্দেশ্যে রওনা হন বিএনপির এই নেতা।
গত ১৫ মে সকালে জরুরি ভিত্তিতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। এরপর গত ২৪ মে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয় তাকে।