ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ ওঠা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন পদত্যাগ করেছেন। সংস্থাটির নতুন চেয়ারম্যান হচ্ছেন সাবেক সচিব জয়নুল বারি। মঙ্গলবার (১৪ জুন) তিনি অর্থ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। মন্ত্রণালয় তার পদত্যাগপত্র গ্রহণও করেছে।
বুধবার (১৫ জুন) যেকোনো সময় আইডিআরএ চেয়ারম্যানের পদ থেকে এম মোশাররফ হোসেনের পদত্যাগ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে। সেই সঙ্গে আইডিআরএ’র নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে।