প্রচারণার শেষ দিন নগরীর প্রাণকেন্দ্র ২নম্বর রেলগেট এলাকায় সমাবেশ ও গণমিছিলের মাধ্যমে বিশাল শোডাউন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী
শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় শুরু হওয়া এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক জাহাঙ্গীর কবির নানক।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, যুগ্ম-সম্পাদক বাহাউদ্দিন নাসিম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু প্রমুখ।