পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলায় জেলা পরিষদ,ইলজিইডি, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯জুন রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন এর সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা পরিষদ,ইলজিইডি, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. হারন অর রশিদ,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান,সিভিল সার্জন ডাঃ এইচ এম কবির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ)মোঃ মাইনুল হোসেন, প্রেসক্লাবের সভাপকি কাজী সামসুর রহমান ইকবালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা,জনপ্রতিনিধি,বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।