ভারতের কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির তরুণ নায়ক সতীশ বজরা খুন হয়েছেন। বেঙ্গালুরুর আরআর নগরের নিজ বাড়িতে রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইতোমধ্যে দুজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তাদের একজন সতীশের শ্যালক।
ডেকান হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৮ জুন) সকালে সতীশের বাসার দরজার নিচ দিয়ে রক্ত বের হতে দেখে ভবন মালিককে খবর দেন পাশের ফ্ল্যাটের একজন। পরে পুলিশকে বিষয়টি জানালে তারা এসে তালাবদ্ধ দরজা খুলে এ অভিনেতার রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। পরবর্তীতে ওই বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন দুজনকে চিহ্নিত করে পুলিশ।
পরিবারের অনিচ্ছায় সতীশকে বিয়ে করেছিলেন তার স্ত্রী। তাদের ঘরে এক সন্তানও রয়েছে। মাস তিনেক আগে নায়কের স্ত্রী আত্মহত্যা করেন। মেয়ের মৃত্যুর পর তার পরিবার সতীশের দিকেই অভিযোগের আঙুল তোলে। তাদের অভিযোগ, সতীশ তার স্ত্রীকে নির্যাতন করত।
পুলিশের ধারণা, বোনের মৃত্যুর প্রতিশোধ নিতেই সতীশের শ্যালক সুদর্শন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এদিকে ‘লাগোরি’খ্যাত এ নায়কের মৃত্যুতে কন্নড় সিনেমাপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। ইন্ডাস্ট্রির অনেকেই শোক প্রকাশ করেছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া