গৃহকর্মী নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা সিমন হাসান একার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
সোমবার (২০ জুন) ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এ অভিযোগপত্র গ্রহণ করেন। একই সঙ্গে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায়, তা বদলির আদেশ দেন।
এর আগে তদন্ত শেষে গত ২৪ এপ্রিল একাকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. ফয়সাল।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৩১ জুলাই রাজধানীর হাতিরঝিল থানায় গৃহকর্মী নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই গৃহকর্মী একার বাসায় ৩ মাস ধরে কাজ করেন। এক মাসের বেতন দিলেও দুই মাসের বকেয়া বেতন চাইতে গেলে ইট দিয়ে আঘাত করে গৃহকর্মীকে আহত করেন নায়িকা একা। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ওই গৃহকর্মী থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
আরও জানা যায়, গৃহকর্মীর বেতন প্রথমে ৩ হাজার টাকা হলেও পরবর্তীতে কাজ বেড়ে যাওয়ায় ৫ হাজার টাকা ঠিক হয়। প্রথম মাসের বেতন ৩ হাজার টাকা দিলেও দুই মাসের বেতন একসঙ্গে চাইতে গেলে নায়িকা একা তাকে ইট দিয়ে আঘাত করে আহত করেন।
এদিকে ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশের মোবাইল টিমের সদস্যরা সেখানে গিয়ে দেখে, ওই গৃহকর্মী বাসার নিচে বসে কান্নাকাটি করছেন। এলাকার লোকজন বাসা ঘেরাও করে রেখেছে। পুলিশ দরজা ভেঙে একার বাসায় ঢোকে।