কিছুদিন আগে মহানবী (স.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মা। বিষয়টি নিয়ে ভারতসহ বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। ভারতে মামলাও দায়ের করা হয়েছে। এবার এই ঘটনায় পশ্চিমবঙ্গের বিধানসভায় নিন্দা জানিয়ে প্রস্তাব পাস করা হয়েছে।
গতকাল সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যের নিন্দা করে একটি প্রস্তাব পেশ করেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ সময় সবাইকে প্রস্তাবটি সমর্থনের আহ্বান জানান। অধিকাংশের সমর্থনে প্রস্তাবটি পাস হয়। তবে প্রস্তাবটি পাসের সময় ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।
এর মধ্য দিয়ে ভারতের প্রথম কোনো রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের বিধানসভায় নূপুর শর্মার বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নেওয়া হলো। এ সময় মুখ্যমন্ত্রী মমতা বলেন, রাজ্যে যখন বিক্ষোভ হয়েছিল, সহিংস ঘটনা ঘটছিল, তখন আমরা কঠোর হাতে ব্যবস্থা নিয়েছিলাম।
কিন্তু এই মহিলাকে এখনও গ্রেপ্তার করা হলো না কেন? আমি জানি, তাকে গ্রেপ্তার করা হবে না। মুখ্যমন্ত্রীর এ বক্তব্য রাখার সময় তীব্র বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।
এদিকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় বিজেপি মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দালের বিরুদ্ধে এফআইআর দাখিল করা হয়েছে। তারই জেরে নারকেলডাঙা থানা থেকে নূপুর শর্মার কাছে হাজিরার জন্য সমন পাঠানো হয়েছিল।
তবে নিরাপত্তার অজুহাত দেখিয়ে ইমেইল করে আরো চার সপ্তাহ সময় বাড়ানোর আবেদন করেছেন নূপুর শর্মা। পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত অবশ্য তার আবেদন মঞ্জুর করা হয়নি, এমনটাই জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম।