সাপের কামড়ে ২৪ বছর বয়সী এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের নিজ বাড়ীর পাশে জমিতে মাছ কোপাতে গেলে এঘটনা ঘটে।
নিহত মিরাজ সিকদার ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ শোলক গ্রামের মো.কুদ্দুস শিকদারের ছেলে। স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বাড়ীর পাশে ধান ক্ষেতে মাছ কোপাতে গিয়েছিলেন। সেখানে বসে তাকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়।
সাপের বিষ শরীরে ছড়িয়ে পড়লে ইজিবাইক চালক অজ্ঞান হয়ে পড়ে। এসময় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য বলে ঘোষণা করেন।