বন্যা দুর্গত সিলেটবাসীর সহায়তায় ১ লাখ টাকা অনুদান দিয়েছেন বরিশালের বানারীপাড়ার সন্তান আলী হাসান।
বুধবার (২২ জুন) নিজের ফেসবুক আইডিতে এই তথ্য জানান আলী হাসান।
সোয়ান গ্রুপের জিএম আলী হাসান ফেজবুক পোষ্টে বলেন, পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক এই বছরের কোরবানির বাজেটটা সিলেটের বন্যাকবলিত মানুষের জন্য ব্যারিষ্টার সুমন সাহেবের মাধ্যমে জমাদান করিলাম।
অচিরেই এ বিপদ কেটে যাবে, জয় হবে মানবতার ভাল থাকবেন সিলেটবাসি।
আলী হাসান বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামের বাসিন্দা।