প্রথম স্ত্রীর সম্মতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় অভিযুক্ত গুলাম হুসেনকে ছয় মাসের কারাদণ্ড ও ৫ লাখ রুপি জরিমানা করে পাকিস্তানের একটি পারিবারিক আদালত। সম্প্রতি লাহোর হাইকোর্টে প্রদত্ত কারাদণ্ড বাতিল চেয়ে প্রাক-গ্রেফতার জামিনের আবেদন করেন গুলাম হুসেন। লাহোর হাইকোর্ট (এলএইচসি) তার এই আবেদন নামঞ্জুর করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত গোলাম হোসেন আত্মসমর্পণ করার পরিবর্তে জামিন আবেদন করায় তার আবেদন বাতিল করে দেন লাহোর হাইকোর্টের বিচারপতি আলিয়া নীলম। বিচারক জানতে চান, কারাদণ্ডের মুখোমুখি হওয়ার জন্য আত্মসমর্পণ না করা পর্যন্ত কীভাবে জামিন দেওয়া যেতে পারে। এরপর আদালত তার জামিন নামঞ্জুর করেন।
এখানে উল্লেখ্য, দোষী গুলাম হুসেনের প্রথম স্ত্রীর নামও নীলম। এদিকে, বিচারকের নামের সঙ্গে মিলে যাওয়ায় জামিন নামঞ্জুর করে গুলামকে জেলে পাঠানো হয়েছে বলে দাবি করেন দ্বিতীয় স্ত্রী কালসুম। সূত্র: স্টার্টআপ পাকিস্তান