করোনার মহামারির কারণে দুই বছর বিরতির পর আজ আবারো শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন। সরকারের কর্মকাণ্ড মাঠ পর্যায়ে তরান্বিত করার পাশাপাশি নীতি নির্ধারনী বিষয় ও উন্নয়ন কর্মসূচী বিষয়ে দিক নির্দেশনা দিতে শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন। সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তে তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কর্মসূচি অনুযায়ী সম্মেলনে এবার ২১টি কার্য অধিবেশনসহ মোট ২৫টি অধিবেশন থাকবে। এর মধ্যে প্রথম দিন সাতটি, দ্বিতীয় দিন আটটি ও তৃতীয় দিন ১০টি অধিবেশন থাকবে। প্রথমদিন সন্ধ্যা ৬টায় ভার্চুয়ালি দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন রাষ্ট্রপতি।
ডিসি সম্মেলনের আয়োজন সম্পর্কে জানাতে গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের প্রেক্ষাপটে পাঁচ দিনের সম্মেলন সংক্ষিপ্ত করে তিন দিনের করা হয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে উদ্বোধন না করে এবার এ সম্মেলনের মূল অনুষ্ঠানের আয়োজন ওসমানী স্মৃতি মিলনায়তনে করা হয়। তবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতি ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হবেন। আর জেলা প্রশাসকরা অংশ নেবেন ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে।
আরও জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম দিনের সম্মেলনের প্রথম অধিবেশন হবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, অর্থ বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা বিভাগ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে। দ্বিতীয় অধিবেশন হবে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং এর আওতাধীনসংস্থাগুলোর সঙ্গে। তৃতীয় অধিবেশনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ, চতুর্থ অধিবেশনে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ, মাদরাসা ও কারিগরি বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে। পঞ্চম এবং প্রথম দিনের শেষ অধিবেশনে আলোচনা হবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়। এরপর সন্ধ্যায় রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের নানা বিষয়ে ভার্চুয়ালি দিক নির্দেশনা দেবেন। এর মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম শেষ হবে।