আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নেতাকর্মীদের দিয়ে বিএনপি পদ্মা সেতুর নাট-বোল্টু খুলে দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।
একইসাথে বাঙালি জাতির গণজাগরণে হতাশ দলটির নেতারা নিজেদের ব্যর্থতা ঢাকতে কাল্পনিক নির্যাতনের অভিযোগ তুলছে বলেও দাবি করেন।
দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। বিএনপির আমলে নানা দমন পীড়ন ও নির্যাতনের কথা স্মরণ করে দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ এসবে বিশ্বাস করে না বরং সব দল মতের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারে রক্ষা করে থাকে।
বিএনপি ও ছাত্রদলের নেতাদের উস্কানিমূলক বক্তব্যের পরও আওয়ামী লীগ সর্বোচ্চ সহনশীল আচরণ করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। পদ্মা সেতু নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে উস্কানি না দেয়ার পরামর্শও দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।