সামাজিক মাধ্যমে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির একটির অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। এতে শোনা যাচ্ছে তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই) প্রধানের ডিজিটাল মিডিয়াবিষয়ক মুখপাত্র ডা. আরসালান খালিদকে তিনি বলছেন, ‘বিশ্বাসঘাতকতার বিবরণ’ ছড়িয়ে দিন।
দুই মিনিটের অডিও ক্লিপে পাকিস্তানের সাবেক ফার্স্ট লেডি প্রথমেই চলমান অস্থিরতার মধ্যেই নিষ্ক্রিয় থাকার কারণে ডা. আরসালানের ওপর বিরক্তি প্রকাশ করেন। বর্তমান সময়ে পিটিআইয়ের সামাজিক মাধ্যম টিমকে আরও সক্রিয় থাকা উচিত বলে তিনি মনে করেন। খবর এক্সপ্রেস ট্রিবিউন।
এ সময় নিষ্ক্রিয় থাকার কারণ ব্যাখ্যা দিতে দেখা গেছে ডা. আরসালানকে। কিন্তু বুশরা বিবি তাকে থামিয়ে দিয়ে মনোযোগ দিয়ে তার বক্তব্য শুনতে নির্দেশ দেন। তিনি বলেন, ইমরান খান, আমি ও আমার বন্ধু ফারাহ খানকে নিয়ে আলীম খানসহ এ-জাতীয় লোকজন বিভিন্ন গুজব রটাবে। এসব লোকের সঙ্গে বিশ্বাসঘাতক হ্যাশট্যাগজুড়ে দিতে ডা. আরসালানকে তিনি নির্দেশ দেন।
বুশরা বিবি বলেন, ‘আলীম খান ও তার সাঙ্গোপাঙ্গরা তাদের পরিকল্পনা অনুসারে কথা বলবে। আপনার (ডা. আরসালান) উচিত বিশ্বাসঘাতকতার হ্যাশট্যাগ তাদের সঙ্গে জুড়ে দেয়া। আপনাকে দেয়া হুমকির চিঠি সামাজিক মাধ্যমে তুলে ধরতে হবে। বলতে হবে, আমরা জানি যে এই চিঠি সঠিক।’
অডিও ক্লিপে ডা. আরসালানকে বুশরা বিবি বলেন, নিজেদের রক্ষায় পিটিআইয়ের ভিন্নমতাবলম্বীরা বিদেশি ষড়যন্ত্রকারীদের সঙ্গে যোগ দিয়েছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে মতামত তুলে ধরতে হবে পিটিআই ডিজিটাল মিডিয়া টিমকে।
সরকার যে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে না—এ বিষয়টি ইস্যু করে ইমরান খানের বিরুদ্ধে যে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তা সামাজিকমাধ্যমে প্রচার চালাতে ডিজিটাল টিমকে নির্দেশ দিয়েছেন বুশরা বিবি।
তিনি বলেন, এই ইস্যুটি যে এখনো শেষ হয়ে যায়নি, ডা. আরসালানকে তা নিশ্চিত করতে হবে। ইমরান খানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার বিষয়টি সামাজিক মাধ্যমে ট্রেন্ড হিসেবে চালু করতেও পরামর্শ দেন তিনি।
পাকিস্তানের সাবেক ফার্স্ট লেডি বলেন, ‘ফারাহ ও আমার বিরুদ্ধে তারা অনেক কথা বলেছে। এসব ঘটনাকে বিশ্বাসঘাতকতার হ্যাশট্যাগের সঙ্গে যুক্ত করে দিতে হবে।’
তার এ নির্দেশনার জবাবে ড. আরসালান খালিদ বলেন, ‘হ্যাঁ, আমরা এটা করব।’ এ সময় তাকে সাবেক এই ফার্স্ট লেডি আরও বলেন, ‘সবকিছু খোলাসা হওয়ার আগেই কীভাবে সব জেনে গেছেন ইমরান খান, তা নিয়ে জনগণ উদ্বিগ্ন। তুমি বুঝতে পেরেছ। কিন্তু আমি তোমাকে এই সবকিছুই বলেছি। কিন্তু এসব ইস্যু তুমি অন্য কারো সঙ্গে শেয়ার করো না। ওরা ইমরানের পিছু লেগে আছে।’