বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যখন একদিকে দেশের মানুষ ডুবছে পানিতে, তখন আওয়ামী লীগ ওদিকে ফূর্তি করছে। চলমান বন্যায় বানভাসি মানুষের পাশে নেই ক্ষমতাসীন দল। আতশবাজি ফুটিয়ে উদ্বোধন উৎসব করছে।
রবিবার (৩ জুলাই) কিশোরগঞ্জের নিকলীর ছাতিরচরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা কৃষকদলের আয়োজনে এসময় সহস্রাধিক বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, বানভাসী মানুষের দুঃখ কেবল বিএনপিই বোঝে। প্রান্তিক মানুষের দুর্যোগের দুঃখ-কষ্টে বিএনপিই পাশে দাঁড়ায়। তাই আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আপনাদের কাছে সহায়তা নিয়ে এসেছি। অন্যদিকে সরকার ব্যস্ত আছে সেতু উদ্বোধনের নামে আমোদ-ফূর্তিতে।
এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এমপি, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, কিশোরগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।