আমদানি নির্ভর জ্বালানি নীতিতে বিদ্যুৎ সংকট তীব্র হয়েছে। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সংকটের জন্য দায়ীদের শাস্তির দাবিতে আগামী ২১ জুলাই বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। ওই দিন ঢাকাসহ সকল জেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় ঢাকায় মুক্তি ভবনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) কার্যালয়ে জাতীয় কমিটির সংগঠক, সাবেক সদস্য সচিব অধ্যাপক ড. এম এম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য জাতীয় কমিটির সংগঠক রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশীদ ফিরোজ, জোনায়েদ সাকী, নজরুল ইসলাম, ডা. হারুন অর রশীদ, আকবর খান, মাসুদ রানা, বিধান দাস, মফিজুর রহমান লালটু, খান আসাদুজ্জামান মাসুম, বাচ্চু ভূইয়া, তৈমুর খান অপু, অনুপ কুন্ডু, মোফাজ্জল হোসেন মোস্তাক, সাদেক খান, রাজু আহমেদ প্রমূখ।
জাতীয় কমিটির সভায়, সারাদেশে লোডশেডিংসহ বিদ্যুৎ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে,” ‘স্বনির্ভর, পরিবেশ বান্ধব জ্বালানি নীতির বদলে, আমদানী নির্ভর জ্বালানি নীতিতে সংকট তীব্র হয়েছে। দেশে গ্যাস সম্পদ ও নবায়ণযোগ্য জ্বালানির উৎস থাকলেও কমিশন ভোগী এবং কতিপয় গোষ্ঠীকে লাভবান করতে জ্বালানি খাতকে আমদানি নির্ভর করা হয়েছে।
প্রতিবছর হাজার হাজার কোটি টাকা, জনগণের করের টাকা ভর্তুকির নামে অপচয় করলেও সংকট এড়ানো যাচ্ছে না। এই পরিস্থিতিতে আবারো বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধির অপচেষ্টাও চলছে। এই অপচেষ্টা রুখে দাঁড়াতে হবে।