ঈদের আনন্দ থেকে গত কয়েক বছর বঞ্চিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সম্প্রতি হাসপাতাল থেকে বাসায় ফিরলেও শারীরিকভাবে তিনি এখনো পুরোপুরি সুস্থ নন। তবে তার মনোবল খুবই শক্ত। দুই নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে কাছে পেয়ে এখন তিনি বেশ প্রফুল্ল আছেন। ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর দুই মেয়েদের সঙ্গে এবার সাবেক প্রধানমন্ত্রী পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার গণমাধ্যমকে জানিয়েছেন, বেগম জিয়ার কোরবানির জন্য একটি গরু ও দুটি খাসি কেনা হয়েছে।
ঈদের দিন পশুগুলো জবাইয়ের পর ঢাকার কয়েকটি এতিমখানায় মাংস পাঠিয়ে দেওয়া হবে। একটি অংশ বিএনপি অফিসের স্টাফদের ভাগ করে দেওয়া হবে। এছাড়া খাসির মাংসের কিছু অংশ খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় বাবুর্চিরা রান্না করবেন। সেই খাবারের অংশবিশেষ খালেদা জিয়া খেতে পারেন।
সরকারের নির্বাহী আদেশে মুক্তিলাভের পর প্রতি ঈদে সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে তার বাসভবন ফিরোজায় যাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। এবারের ঈদেও দলীয় নেতারা দেখা করতে যাবেন।