দুইমাস হল আলিয়া ভাট লন্ডনে। সন্তান আগমনের সুখবর ছড়িয়ে পড়লেও বাড়ি ফিরতে এখনও অনেক দেরি। আপাতত উড়ে গেছেন পর্তুগালে। ‘ওয়ান্ডার উওম্যান’ গ্যাল গ্যাদতের সঙ্গে শ্যুটিং করছেন নিজের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর। তাই নিয়েই আপাতত ব্যস্ততা তুঙ্গে ‘গাঙ্গুবাঈ’-এর। এসবের মধ্যেই শোরগোল ফেলে দিয়েছে কয়েকটি ছবি। শ্যুটিং স্পটে ক্যামেরাবন্দি রণবীর কপুরের ঘরনি।
ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়, চড়া রোদ। গাছপালাহীন নির্জন দ্বীপের মাঝে খাকি পোশাকে আলিয়া। একই ফ্রেমে গ্যাল গ্যাদত। তবে আলিয়ার স্ফীতোদর যেন স্পষ্ট! আর তা নিয়েই জল্পনা শুরু। অন্তঃসত্ত্বা অবস্থায় এত ধকল সামলাচ্ছেন কী ভাবে!
এই বিষয়ে নির্মাতারা জানান, শুক্রবারই ছবির শ্যুটিং শেষ হয়েছে। দলের সদস্যদের প্রশংসা করেছেন তারা। এরই পাশাপাশি শ্যুটিংয়ের ফাঁকফোকরে তোলা বেশ কিছু ছবি এসেছে প্রকাশ্যে। অন্তঃসত্ত্বা আলিয়ার ছবিগুলোও সেভাবেই ছড়িয়ে পড়েছে।