বরিশালঃ-করোনা ভাইরাসের ভয় উপেক্ষা করে দর্শনার্থীদের ভিড়ে মুখরিত বরিশালের বিনোদন কেন্দ্র গুলো।মুসলিম উম্মার বৃহত ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা দিনে বরিশাল নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভ্রমন প্রেমীদের উচ্ছাস ছিলো চোখে পড়ার মতো।
এই আমেজে অনেকেই স-পরিবারে অথবা বন্ধু বান্ধাব নিয়ে নানা রংঙের পোশাকে এসেছেন বিনোদন কেন্দ্র গুলোতে।সবখানেই ছিল উপচে পড়া ভিড়। ভ্রমন প্রেমীদের উৎসবের আমেজ ছিলো আরও আনন্দ মুখর।
দেখা যায়, নানা রংঙ্গের পোশাকে শিশু, কিশোর, তরুন, তরুনী শুরু করে সকল বয়সের নারী-পুরুষ মিলে বরিশালের বিনোদন কেন্দ্রে ঘুরে ঘুরে সময় কাটিয়েছেন।
আগামি দুই একদিন বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।নদী-খালের দেশ বরিশালের বিভিন্ন মনোরম পরিবেশে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে বেড়াতে স্বাচ্ছন্দ বোধ করেন অনেকেই।
কিন্তু বিভিন্ন উৎসবে এসব বিনোদন কেন্দ্রগুলো পরিণত হয় লোকারণ্যে। কীর্তনখোলা নদী তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকা, মুক্তিযোদ্ধা পার্ক, স্বাধীনতা পার্ক, বঙ্গবন্ধু উদ্যান, কীর্তনখোলা নদীর উপর নির্মিত দপদপিয়া সেতু (শহীদ আব্দুর রব সেরনিয়াবাত), উজিরপুরের গুঠিয়ার দৃষ্টিনন্দন বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্স, দুর্গা সাগর, শিশু পার্ক এবং বিশ্ববিদ্যালয় এলাকাও বিনোদন প্রেমীদের ভিড় দেখা গেছে। সাথে নদীতে নৌকা-ট্রলারে বেড়ানোর সুযোগ। নিসর্গ ও প্লানেট পার্কের রাইডারগুলো বিশেষ আকর্ষণ ছিলো শিশুদের।
নদীর পাড়ে ঘুরতে আসা বেশ কয়েকজন জানান, এবার ঈদে প্রশাসনের নজরদারী থাকলেও আবহাওয়া ভালো থাকায় আমরা পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছি। তবে গত রোজার ঈদে বৃষ্টি থাকার কারনে বের হতে পারিনি। এবার আর সেই সমস্যা নাই তাই সবাইকে নিয়ে ঘুরতে এসেছি।