বিয়ের ১০ বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো সন্তান নেই তাদের। জনসংখ্যা নিয়ন্ত্রণের কারণে সন্তান নিতে চান না রামচরণ ও তার স্ত্রী।
দক্ষিণী সুপারস্টার রামচরণ। তার বাবা সাউথের মেগাস্টার চিরঞ্জীবী। তার জীবনে স্টারডমের কমতি নেই।
দক্ষিণী সিনেমাপ্রেমীদের কাছে রামচরণের জনপ্রিয়তা সর্বদাই তুঙ্গে। কিছুদিন আগে এসএস রাজামৌলি পরিচালিত আর আর আর সিনেমায় অভিনয় করে দেশজুড়ে ব্যাপক প্রশংসা পেয়েছেন সাউথের এ সুপারস্টার। তাকে নিয়ে ভক্তদের কৌতূহলের সীমা নেই। বিশেষ করে অভিনেতার ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি সমস্ত বিষয়েই জানতে ব্যাপক আগ্রহী তার অসংখ্য অনুরাগী।
অনেকেই মনে করেন তারকাদের জীবন যেন বইয়ের খোলা পাতার মতো। তাই তাদের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি যে কোনো বিষয়ে জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। ব্যতিক্রম নন সাউথের রামচরণও। ব্যক্তিগত জীবনে এই অভিনেতা আজ থেকে ১০ বছর আগে বিয়ে করেছিলেন তারই ছোটবেলার বন্ধু উপাসনাকে। কিন্তু বিয়ের ১০ বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো সন্তান নেই তাদের।
এ বিষয়টাই সম্প্রতি প্রকাশ্যে আশায় অসংখ্য মানুষের প্রশ্নবানে জর্জরিত হয়েছেন রামচরণ এবং তার স্ত্রী উপাসনা। তাদের কাছে সকলের একটাই প্রশ্ন কেন কি কারণে তাদের বাচ্চা নেই। আর এ প্রসঙ্গে রামচরণের স্ত্রীর মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুলচর্চা। আসলে এদিন সন্তান না নেওয়ার কারণ জানাতে গিয়ে রামচরণের স্ত্রী বলেছেন তাদের সন্তান নেই এবং হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ জনসংখ্যা নিয়ন্ত্রণের কারণে তারা সন্তান নিতে চান না।
অভিনেতা রামচরণ জানিয়েছেন, তিনি সন্তান নিতে ইচ্ছুক নন। তিনি আরও বলেছেন, মেগাস্টার চিরঞ্জীবীর ছেলে তিনি তাই তার কিছু দায়িত্ব আছে ভক্তদের প্রতি। আর এই মুহূর্তে তিনি যদি একটি পরিবার শুরু করেন তাহলে তিনি তার উদ্দেশ্য থেকে বিচ্যুত হবেন। তাই রামচরণ নিজের এবং তার স্ত্রী উপাসনার কয়েকটি লক্ষ্যের কথা মাথায় রেখে আপাতত কিছু বছর সন্তান নেওয়া থেকে নিজেদের বিরত রাখতে চান।