বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে জেলা গোয়েন্দা শাখার অভিযানে বাহেরচর মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে গাঁজাসহ দুইজন গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন দেহেরগতি ইউনিয়নের উত্তর বাহেরচর এলাকার আব্দর রাজ্জাক আকনের ছেলে শাহাদাৎ হোসেন(২৭) ও মৃত হাছান আলী হাওলাদারের ছেলে ইউনুস হাওলাদার (২৪)। শনিবার এঘটনায় জেলা গোয়েন্দা শাখার এস আই কাজী ওবায়দুল কবির বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাবুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মামলা নং-৪। মামলার এজাহার সূত্রে জানাযায়, শুক্রবার রাত ১০:৩০ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখার এস আই কাজী ওবায়দুল কবির গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে দেহেরগতি ইউনিয়নের ইদিলকাঠী এলাকায় অভিযান চালায়।
এসময় বাহেরচর মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে ১০০ গ্রাম গাঁজাসহ ইউনুস হাওলাদার নামে একজনকে গ্রেফতার করে। পরবর্তীতে ইউনুস হাওলাদারের বক্তব্য অনুযায়ী অভিযান চালিয়ে বিক্রয়ের জন্য গাঁজা সরবরাহকারী শাহাদাৎ হোসেন কে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এজাহার সূত্রে আরো জানাযায়, শাহাদাত ঢাকায় থাকার সুবাদে এলাকায় গাঁজা নিয়ে এসে ইউনুস হাওলাদারের মাধ্যমে বিক্রয় করিয়ে আসছিলো। বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, গাজাসহ গ্রেফতারকৃত দুই আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।