এবার নতুন পন্থায় চাঁদাবাজির সন্ধান পেয়েছে সিআইডি। প্রায় দেড় হাজার বাসের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজ চুরি করে চাঁদা আদায় করেছে একটি চক্র। কয়েকটি গণপরিবহণ প্রতিষ্ঠান মাসিক চুক্তিতে তাদের চাঁদা দেয়। শনিবার (১৬ জুলাই) রাতে রাজধানীর বসিলা থেকে চক্রের মূলহোতা রাকিব ওরফে তুফানসহ চারজনকে গ্রেফতার করেছে সিআইডি।
রাজধানীর শেষ প্রান্ত বসিলা এলাকায় পার্কিং করা গণপরিবহন থেকে গাড়ির কাগজপত্র চুরি করতো রাকিব ওরফে তুফান চক্র। এরপর ফোন করে চাঁদা দাবি করতো বাস মালিকদের কাছে। সংঘবদ্ধ চক্রটির দাবি মানা না হলে কাগজপত্রসহ পেট্রোল দিয়ে বাস পুড়িয়ে ফেলার হুমকি দিতো। বাস মালিকদের ভয় দিতে কয়েকটি বাসে আগুনও দেয় তুফান বাহিনী।
তুফান বাহিনীর হুমকিতে ভয় পেয়ে বাস মালিকদের অনেকে ৫ থেকে ৭ হাজার টাকায় আপোস করেন। এমন কি বিকল্প, খাজাবাবাসহ বেশ কিছু পরিবহন মালিকরা মাসিক চুক্তিও করে।
এই চক্রের অত্যাচার সহ্য করতে না পেরে সিআইডির কাছে অভিযোগ দেন কয়েকটি বাস মালিক। পরে অভিযানে নেমে মোহাম্মদপুর থানাধীন বসিলা থেকে চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করে সিআইডি।