তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি। আর যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাই চায়নি, হিন্দুদের গণিমতের মাল হিসেবে ফতোয়া দিয়েছে সেই জামায়াতে ইসলাম বিএনপির প্রধান সহযোগী।
শুক্রবার (২২ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউজে বাঁশখালীতে দুর্বৃত্তদের অগ্নি সংযোগে ক্ষতিগ্রস্ত ও সীতাকুন্ডে অগ্নি দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, সে সব রাজনৈতিক দলের সাথেই বিএনপি জোট করেছে যারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। বাংলাদেশে সাম্প্রদায়িকতাকে সমূলে বিনাশ করতে হলে যারা সাম্প্রদায়িকতাকে নিয়ে রাজনীতি করে, সাম্প্রদায়িক অপশক্তিকে যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাদের চিরতরে বর্জন করতে হবে।