এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছ ও কাঁচা মরিচের দাম বেড়েছে। কাঁচা মরিচ কেজিতে ৮০ টাকা বেড়ে ছাড়িয়েছে দুই সেঞ্চুরির ঘর। দাম কিছুটা কমেছে ভোজ্যতেল, মুরগি ও শাকসবজির। তবে, আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, ডাল, চিনি,আটা, ময়দাসহ সবধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য।
ঈদের পর থেকেই বাড়তি মাছের দাম। শুক্রবার (২২ জুলাই) বাজারে গিয়ে দেখা যায়, রাজধানীর বেশিরভাগ বাজারে সরবরাহে এতটুকু ঘাটতি না থাকলেও প্রায় সবধরনের মাছের দাম বেড়েছে। মাছের এ বাড়তি দরে ক্ষুব্ধ ক্রেতারা। মুরগীর দাম কম থাকলেও সপ্তাহের ব্যবধানে ডিমের দাম বেড়েছে ডজন প্রতি ১০ টাকা।
সবজির দাম নিম্নমুখী হলেও কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৮০ টাকা। যার যৌক্তিক ব্যাখ্যা নেই বিক্রেতাদের কাছে। তারা বলছেন, পাইকারি বাজারে মূল্যবৃদ্ধি থাকায় খুচরা বাজারেও দাম বেড়েছে।
আগের মতই বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, ডাল, চিনি,আটা, ময়দাসহ সবধরনের নিত্যপণ্য। এসব পণ্যের দাম না কমায় দিশেহারা নিম্ন আয়ের মানুষ।