গত দুই দিনের নমুনা পরীক্ষায় জামালপুর নার্সিং ইনস্টিটিউটের ৩০ শিক্ষার্থী করোনা শনাক্ত হয়েছে।
জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ মাহফুজুর রহমান সোহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় জামালপুরের ২১৭টি নমুনা পরীক্ষায় নার্সিং ইনস্টিটিউটের ১০ শিক্ষার্থীর করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগের দিন ২০ শিক্ষার্থীর দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।
দুই দিনে মোট ৩০ শিক্ষার্থীর দেহে করোনা শনাক্ত হওয়ায় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাধ্যমে হাসপাতালের সেবা কার্যক্রম অপাতত বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও জানান, জামালপুর নাসিং ইনস্টিটিউটের মোট শিক্ষার্থীর সংখ্যা ১৭৩ জন। শিক্ষার্থীদের মাধ্যমে হাসপাতালের সেবা আপাতত বন্ধ রাখা হলেও চিকিৎসা সেবায় কোন প্রতিবন্ধকতা তৈরি হবে না।
জামালপুরের সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস জানান, গত ২৪ ঘন্টায় জামালপুরে ২১৭টি নমুনা পরীক্ষায় মোট ৩৯ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। একদিনের শনাক্ত বিবেচনায় সংক্রমণের হার ১৭ দশমিক ৯৭ শতাংশ।
জেলায় এপর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৫ হাজার ৩১১জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ১৩৬ জন। এপর্যন্ত মারা গেছেন ৯৫ জন। জেলায় মোট সুস্থতার হার ৯৬ দশমিক ৭৬ শতাংশ।