চলন্ত বাসে পাশের সিটে বসা এক তরুণীর স্পর্শকাতর জায়গায় স্পর্শ করার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের। এই ঘটনার ভিডিও তোলপাড় সৃষ্টি করেছে সামাজিক মাধ্যম জুড়ে। সোমবার (২৫জুলাই) বিকালের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী নুসরাত জাহান মিম তার ফেসবুকে এই ঘটনার বিবরণ, ছবি ও ভিডিও পোস্ট করেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিমের পোস্ট করা মোবাইলে ধারণকৃত ওই ভিডিওতে দেখা যায়, বৃদ্ধকে আপত্তিকর স্পর্শের কারণে জেরা করছেন কয়েকজন তরুণী। ওই বৃদ্ধ বারবার অভিযোগ অস্বীকার করে ঘুমিয়ে ছিলাম বলে জানালেও, তরুণীরা অভিযোগ করেন উনি ইচ্ছাকৃতভাবে পাশের তরুণীকে স্পর্শ করেছেন।
পাশের আরেক তরুণী ওই বৃদ্ধকে দেখে অভিযোগ করেন, উনি প্রায়ই বাসে উঠে এ ধরনের কাজ করেন। একই রুটে নিয়মিত যাতায়াত করায় ওই বৃদ্ধকে বাসের অনেকেই চেনেন বলেও জানা গেছে।
নুসরাত মিমের ওই পোস্টে একটি ক্যাপশনও দিয়েছেন তিনি, “একটা নোংরা স্পর্শে সারাদিন গা ঘিন ঘিন করে। পুরান ঢাকা থেকে যেসব আপুরা রেগুলার বাসে যাতায়াত করেন তারা হয়তো চিনে থাকবেন। একবার না একাধিকবার এই লোকটাই আমাদের সাথে এমন নোংরামি করছে এজন্যই উনার চেহাটা ভুলিনাই। এর আগেও লুবা এই লোকটারে জুতা দিয়ে পিটাইছে তাও এর শিক্ষা হয়নাই।
আজকেও একইভাবে দুই হাত বুকে বাইন্ধা ডান হাতের তলায় বাম হাত দিয়ে সেই হাত দিয়ে মেয়েদের বিভিন্ন জায়গায় টাচ করে। আশ্চর্যজনকভাবে বাসে উঠার সাথে সাথেই উনি ঘুমের ভান ধরে আর তারপর এসব নোংরামি করে। ভাবছে একা একটা মেয়ে যা খুশি তাই করা যায়। এরপর আমরা তিনজনে মিলে ধরছি।
বাবার বয়সী দাড়িওয়ালা এই লোকটার নাকি আমাদের বয়সী মেয়েও আছে। আজকে পুলিশের হাতে দিতে চাইছি অনেকক্ষণ ধরে রাখার পর লোকটা বাসের পিছনের জানালা দিয়ে লাফ দিয়ে পালাইছে। এই লোকটারে আবার পাইলে জুতা দিয়ে দিব আপনাদের সামনে পড়লে আপনারাও দিতে পারেন। আমরা এই বাজে লোকটার চেহারা ভুলতে পারবো না। আপুরা যারা প্রতিদিন ক্যাম্পাসে যান তারাও এই অসভ্য লোকটাকে চিনে রাখেন।”
এ সময় বাসে থাকা অন্যান্য যাত্রীরাও বৃদ্ধের উপর ক্ষিপ্ত হয়ে তাকে জেরার করতে থাকেন। যদিও ঘটনায় ভুক্তভোগী এবং অভিযুক্ত কারোরই নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।