কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে নৌকা থেকে প্রায় সাড়ে চার কেজি ক্রিস্টাল মেথ আইস ও দেড় লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি।
এসময় একটি কাঠের নৌকা ও ২৫ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়।
শনিবার রাতে অভিযান চালিয়ে এসব জব্দ করে বিজিবি। জব্দ করা মাদক, কাঠের নৌকা ও কারেন্ট জালের আনুমানিক মূল্য ২৫ কোটি ৮৯ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি মিয়ানমার থেকে থেকে নাফ নদী পার হয়ে টেকনাফের দমদমিয়া পয়েন্ট দিয়ে মাদকের একটি বিরাট চালান বাংলাদেশে প্রবেশ করছে। এ খবরের সূত্র ধরে বিজিবির একটি টিম ভোর রাতে নাফ নদীর জালিয়ার দ্বীপ এলাকায় অবস্থান নেয়।
বিজিবির টহল দল জালিয়ারদ্বীপে অবস্থান করাকালীন ৩/৪ জন লোককে একটি কাঠের নৌকা নিয়ে মিয়ানমার হতে নাফনদীর শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। তারা জালিয়ারদ্বীপে আসলে পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে ধাওয়া করলে তারা নৌকা থেকে লাফিয়ে নাফনদীতে ঝাপিয়ে পড়ে এবং সাঁতার দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
এসময় কোনো চোরাকারবারি বা তাদের সহযোগীকে আটক করা যায়নি। চোরাকারবারীদের শনাক্ত করতে অভিযান চলছে বলে জানিয়েছে বিজিবি।