ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা আবারও বিয়ে করেছেন।স্বামীর নাম রবিন।
জানা যায়, গত ২৭ মে দুই পরিবারের সম্মতিতে পূর্ণিমা ও রবিনের (স্বামী) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তবে তা প্রকাশ্যে আসে কিছুদিন পর। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একসঙ্গে বসবাস করছেন। এদিকে বিয়ের খবর ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক যোগাযোগামাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়তে হয় তাদের। কারণ, পূর্ণিমার স্বামী তার চেয়ে বয়সে ছোট।
এ নিয়ে এতোদিন ধরে চুপ করে থাকলেও অবশেষে গণমাধ্যমে নিন্দুকদের কড়া জবাব দিলেন এই অভিনেত্রী।
তিনি বলেন, বিয়ের আগে থেকেই এমনটা ধারণা করেছিলাম। আর এজন্য প্রস্তুতিও নিয়ে রেখেছিলাম। জানতাম, বিয়ের পর রবিনের (স্বামী) বয়স নিয়ে কথা উঠবে। যারা এসব লিখছেন কিংবা লিখতে না পারলে তারা ভালো থাকবেন না।তারা আমাকে দুই–তিনটা গালি দিতে না পারলে, উল্টো পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করেন। তাদের উদ্দেশে বলছি এসব কথা। আমাকে নিয়ে এভাবে গালাগালি করে যদি শান্তি লাগে, আমি অনেক খুশি।’ তবে স্বামীর প্রকৃত বয়স নিয়ে কোনো কথা বলেননি পূর্ণিমা। শুধু সমালোচকদের জবাব দিয়েছেন।
প্রসঙ্গত, পূর্ণিমার বরের নাম আশফাকুর রহমান রবিন। তিনি পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। পাশাপাশি সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন।
অন্যদিকে এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নায়িকা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন পূর্ণিমা।