বরিশাল: বরিশাল জেলার দশ উপজেলায় ১ লাখ ২৯ হাজার ৯২১ জন এবং সিটি কর্পোরেশনের ৩০ ওয়ার্ডের প্রতিটিতে ৩ হাজার করে ৯০ হাজার কার্ডধারী টিসিবির পণ্য পাচ্ছেন।
মঙ্গলবার (০২ আগস্ট) সকালে বরিশাল নগরের ৩০ গোডাউন থেকে টিসিবির পণ্য নিয়েছেন ডিলাররা। তবে এবার ট্রাকে সেল নয়, নির্দিষ্ট দোকান থেকে কার্ডধারীরা ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল আর ২ কেজি করে পেঁয়াজ নিতে পারছেন। ডিলাররা জানিয়েছেন, গ্রাহকের চাহিদা অনুযায়ী প্রতি ডিলার ৫শ’ থেকে সর্বোচ্চ ১৬শ’ কার্ডধারীকে পণ্য দিতে পারছেন।