জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। এরপর ২-১ এ সিরিজ খুইয়েছে টাইগাররা। এরপর দেখা দিয়েছে নতুন লজ্জার শঙ্কা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও হার দেখলো বাংলাদেশ।
হারারে স্পোর্টস পার্কে প্রথম ওয়ানডেতে ৩০৩ রানের সংগ্রহ নিয়েও ৫ উিইকেটে হেরে মাঠ ছেড়েছে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। ৩০৪ রানের লক্ষ্যে লেখতে নেমে ইনোসেন্ট কাইয়া আর সিকান্দার রাজার শতকে ১০ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
এই হারে টানা ১৯ জয়ের পর হারের মুখ দেখলো বাংলাদেশ