একটি আইসক্রিমের ব্র্যান্ডের বিজ্ঞাপনে আইসক্রিম মুখে নজর কেড়েছিলেন এক যুবতী। কিন্তু সেই বিজ্ঞাপন নিয়েই তোলপাড় শুরু হয়েছে ইরানে। এমন বিজ্ঞাপনের জেরে নারীদের বিজ্ঞাপনে অভিনয়ে নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। খবর টাইম নাউ
টাইম নাউয়ের খবরে বলা হয়েছে, এক নারী আইসক্রিম ভর্তি একটি বক্স নিয়ে গাড়ি চালিয়ে ফাঁকা জায়গা গিয়ে দাঁড়ান। তারপর একান্তে আয়েশ করে আইসক্রিমে কামড় দেন। কিন্তু সমস্যা দেখা দেয় ওই নারীর হাবভাব নিয়ে। অনেকের দাবি, আইসক্রিম হাতে নারীর চোখের চাহনি এবং আচরণ অত্যন্ত যৌনতার উসকানি দেয়। এমনকী এই বিজ্ঞাপনের মাধ্যমে নারীদের অপমান করার অভিযোগও উঠেছে। আইসক্রিম প্রস্তুতকারক সংস্থাটির বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিও তোলা হয়।
দেশজুড়ে এ নিয়ে বিতর্কের ঝড় উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ইরানের কোনো নারী বিজ্ঞাপনে অভিনয় করতে পারবেন না। দেশের হিজাব ও সতীত্বের নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় প্রশাসন। ইরান সরকারের তরফে বলা হয়েছে, যে সমস্ত বিজ্ঞাপন সম্প্রচারিত হয়, তা মহিলা এবং বাচ্চারাও দেখে। তাই কোনো বিজ্ঞাপনে এমন কিছু দেখানো যাবে না যাতে যৌন আবেদন রয়েছে।
সম্প্রতি প্রকাশ্যে হিজাব পরার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন ইরান নারীদের একাংশ। ১৯৭৯ সাল থেকে সে দেশে বাড়ির বাইরে হিজাব পরা বাধ্যতামূলক।