উপাচার্য ইস্যুতে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে আলোচনা করতে ঢাকায় যাচ্ছেন বলে শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে জানালেও সন্ধ্যায় সুর পাল্টালেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা।
তারা জানিয়েছেন, ঢাকায় নয়, সিলেটেই হবে আলোচনা। সেজন্য শিক্ষামন্ত্রীকে সিলেট আসতে হবে অথবা আলোচনা ভিডিও কলে হবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে শাহরিয়ার আবেদিন এ তথ্য জানান।
এসময় শিক্ষার্থীরা দাবি জানান, শিক্ষামন্ত্রী নিজে এসে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি দেখে যাক। আমরা কতটা ঝুঁকির মধ্যে রয়েছি। যেসব শিক্ষার্থী আহত অবস্থায় হাসপাতালে আছে, তাদের রেখে ঢাকা আসা সম্ভব না। শিক্ষামন্ত্রীর যদি সিলেটে আসা সম্ভব না হয়, সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে তার সঙ্গে আলোচনা করতে চান তারা।
এদিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৃষ্ট সঙ্কট নিরসনে ক্যাম্পাসে যান আওয়ামী লীগ নেতারা। শুক্রবার দুপুরে ক্যাম্পাসে গিয়ে প্রথমে তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের সঙ্গে আলোচনা করতে তার বাসভবনে যান।
শিক্ষার্থীরা আওয়ামী লীগ নেতাদের জানিয়েছেন, একমাত্র ভিসির পদত্যাগই এই সংকট সমাধান করতে পারে। ভিসির পদত্যাগ ছাড়া আর কোনো সমঝোতার চেষ্টাই তারা মানবেন না।
শিক্ষার্থীরা বলছেন, হয় ভিসি পদত্যাগ করবেন না হলে আমাদের মৃত্যু হবে। ভিসিকে বাসা থেকে বেরিয়ে যেতে হলে আমাদের লাশের ওপর দিয়ে যেতে হবে।
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, এভাবে অচলাবস্থা দীর্ঘদিন চলতে পারে না। আমাদের সন্তানদের এই কষ্ট আমরা মেনে নিতে পারছি না।
তিনি বলেন, শিক্ষামন্ত্রীর বার্তা নিয়ে এখানে এসেছি। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে একটি সমাধানের পথ বের করার চেষ্টা করবো।
শিক্ষামন্ত্রী দীপু মনি শুক্রবার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন।
এসময় শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের আন্দোলরত শিক্ষার্থীদের বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন। শিক্ষার্থীরা চাইলে তিনি সরাসরি তাদের সঙ্গে কথা বলতে রাজি আছেন। তিনি চান যতো দ্রুত সম্ভব বিষয়টির শান্তিপূর্ণ সমাধান আসুক।
এদিকে, শিক্ষামন্ত্রী দীপু মনির আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তার সঙ্গে দেখা করে আলাপ করতে আগ্রহ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন আজকের মধ্যেই তারা মন্ত্রীর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত জানাবেন।