ছবি: সংগৃহীত
ভারতীয় ইন্ড্রাস্ট্রির বর্তমান হার্টথ্রব নায়িকার একজন হলেন সারা আলী খান। তারকা পরিবারে জন্ম নিলেও বর্তমান বলিউড জগতে নিজের স্থান ধরে রেখেছেন নিজের দক্ষ অভিনয়শৈলীর গুণের কারণেই।
সুশান্ত রাজপুতের সঙ্গে অভিনীত কেদারনাথ মুভির মাধ্যমে বলিউড ইন্ড্রাস্ট্রিতে যাত্রা শুরু তার। তবে জনপ্রিয়তা পান রণবীর সিংয়ের সঙ্গে করা সিম্বা ছবির মাধ্যমে। এরপরই হিট ছবির নামের তালিকায় ওঠে তার অভিনীত একাধিক ছবি।
ব্যক্তিগত জীবন মোটেও সহজ ছিল না এ বলি অভিনেত্রীর। জীবনের প্রথমদিকেই তিনি দেখেছেন বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যেতে। ব্রোকেন ফ্যামিলিতে বেড়ে ওঠার কারণে নিজের ক্যারিয়ার নিয়ে বেশ সচেতন ছিলেন তিনি। পেশা হিসেবে অভিনয়কে বেছে নিতে চাইলেও আগে পড়াশোনা শেষ করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
তবে এখানেও বাঁধে বিপত্তি। নিউ ইয়র্ক সিটিতে নিজের পড়াশোনা শেষ করার সময় তিনি অবেসিটি রোগে আক্রান্ত হন। এ কারণে বেশ মুটিয়ে যেতে থাকেন তিনি। এছাড়াও পলিসিস্টিক ওভারি সিনড্রোম রোগেরও শিকার হয়েছিলেন এই বলি সুন্দরী।
তবে এসব কোনো প্রতিবন্ধকতাই তাকে দমিয়ে রাখতে পারেনি তাকে। বেশ মুটিয়ে যাওয়া থেকে রেহাই পেতে দীর্ঘ দেড় বছর কড়া শরীরচর্চা করেছিলেন তিনি। রোগ থেকে মুক্তিতে পরিবর্তন এনেছিলেন লাইফস্টাইলে।
আজ ১২ আগস্ট, তার জন্মদিন। এই জন্মদিন পালনের মাধ্যমে ২৭ বছরে পা রাখলেন সাইফ-অমৃতা কন্যা সারা আলী খান।
সূত্র: এবিপি লাইভ, নিউজ ১৮ বাংলা