সাইফ হাসান। ফাইল ছবি
দুই ম্যাচের আনঅফিসিয়াল টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ ‘এ’ দল। গ্রস আইলেটে সফরকারীদের দলের ব্যাটিং লাইনআপে বিপর্যয় আসলেও ওয়ানডাউনে নেমে তৃতীয় দিনও ব্যাট করছেন সাইফ হাসান। দলের হাল ধরার পর ছক্কা মেরে নিজের সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি।
ফিফটি হাঁকিয়ে প্রথম দিন শেষে সাইফ অপরাজিত ছিলেন ৬৩ রানে। ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৫৭ রান। রানের সংখ্যাটাকে আড়াইশোর কাছাকাছি নিয়ে গেছেন সাইফ-জাকিররা। কোনো উইকেট না হারিয়ে এ দুজন জুটি বেধে স্কোর বোর্ডে যোগ করেছেন ১০০ রান।
২৮০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সাইফ। তখন জাকের আলির নামে ছিল ২৭ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯৩ বলে সাইফ ১১৫ ও ৮২ বলে জাকের ৩৩ রান নিয়ে ব্যাট করছেন।
প্রথম দিন কেবল উইকেট যায় মাহমুদুল হাসান জয়ের (১৭)। সাদমান ২২ আর সাইফ ২৩ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। তবে দ্বিতীয় দিনের শুরুতেই সাদমান ইসলামকে বিদায় করেন অ্যান্ডারসন ফিলিপ। উইকেটে থিতু হয়েও ব্যক্তিগত ২৫ রানে সাদমানকে ফিরতে হয়।
ইনিংস বড় করার আগেই একে একে বিদায় নেন ফজলে মাহমুদ রাব্বি, অধিনায়ক মোহাম্মদ মিঠুন, জাকির হাসান। এই তিনজন আউট হয়েছেন একইভাবে, উইকেটরক্ষক টেভিন ইমলাচের হাতে ক্যাচ তুলে। উইকেটের আসা-যাওয়ার মাঝেই ফিফটি পূর্ণ করেন তিনে নামা সাইফ হাসান। দ্বিতীয় দিনের শেষবেলা পর্যন্ত ক্যারিবীয় বোলারদের বিপক্ষে তিনি লড়ে যান একা হাতে।
উইন্ডিজের হয়ে তিন উইকেট নেন কলিন আরচিবাল্ড। একটি করে উইকেট নেন অ্যান্ডারসন ফিলিপ ও মারকুইনো মিন্ডলে।