ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর গ্রামে আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। প্রতিপক্ষের দেয়া আগুনে এ ঘটনা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। তারা জানিয়েছেন, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) রাত ১১ টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা জানান, গ্রামের আলী আজিমের টিনের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পাশের নাজমুল হোসেন ও হারুন হাওলাদারের ঘরও পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
নাজমুল হোসেনের স্ত্রী দাবি করে বলেন, আগুন লাগার সময় আলী আজিম বাড়িতে ছিলেন না। তাহলে ওই ঘর কীভাবে আগুন লাগল! অবশ্যই নাশকতা করে এই আগুন লাগানো হয়েছে। আগুনে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। আমরা নিঃস্ব হয়ে গেছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, পাশাপশি দুই বাড়ির মধ্যে শত্রুতামূলক সম্পর্ক রয়েছে। এ কারণে পরিকল্পিতভাবে এই আগুন লাগানোর ঘটনা হতে পারে বলে সন্দেহ করছেন তারা। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম বলেন, ‘রাস্তা খারাপ থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারেনি। সময়মতো গাড়ি আসতে পারলে ক্ষতির পরিমাণ কম হতো।’
ঝালকাঠি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. শফিফুল ইসলাম জানান, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। সে ব্যাপারে তদন্ত চলছে। ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান জানান, আগুন লাগার ঘটনা শুনেছি। এ বিষয়ে যদি অভিযোগ পাই, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।