নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার (১২ আগস্ট) দিবাগত রাতে এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে কিউইরা। হারলেও এ ম্যাচে বিশ্বরেকর্ড গড়েছেন উইন্ডিজ পেসার ওবেদ ম্যাককয়। ১১ নম্বরে ব্যাট করতে নেমে তিনি সর্বোচ্চ স্কোর করার নজির গড়েছেন।
নিউজিল্যান্ডের দেয়া ২১৬ রানের টার্গেটে খেলতে নেমে ১৫ বলে ২৩ রান করেন ম্যাককয়। টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ১১ নম্বরে নেমে যে কোনো ক্রিকেটারের এটিই সর্বোচ্চ সংগ্রহ। ম্যাককয়ের আগে এ রেকর্ডটি ছিল জিম্বাবুয়ের ক্রিস এমফুপুর দখলে। ২০১৯ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ১১ নম্বরে নেমে ১৭ রান করেছিলেন তিনি। একই বছর বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ১১ নম্বরে করেছিলেন ১৫ রান।
ওয়েস্ট ইন্ডিজের সাবিনা পার্কে টস জিতে আগে ব্যাট করে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২১৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে ৯ উইকেট হারিয়ে ১২৫ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ। সফরকারী নিউজিল্যান্ড পায় নিজেদের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ৯০ রানের ব্যবধানে জয়। নিউজিল্যান্ডের ওপেনিং জুটি দারুণ শুরু করে। তবে কিউইদের হয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। তার ৪১ বলে ৭৬ রানের ইনিংসের ওপর ভর করেই নিউজিল্যান্ড ২১৫ রানের বিশাল সংগ্রহ পায়। পাশপাশি ড্যারেল মিচেল ২০ বলে ৪৮ এবং কনওয়ে ৩৪ বলে ৪২ রান করেন।
এমন পাহাড়সম টার্গেটের শুরুটা যেখানে ভালো করার দরকার ছিল স্বাগতিকদের, সেখানেই সম্ভবত সবচেয়ে বাজে শুরুটা করে ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়ার প্রথম ৪০ রানের মধ্যেই প্রথম ৬ উইকেট হারিয়ে বসে তারা। এমন শুরুর পর ওয়েস্ট ইন্ডিজের বড় পরাজয়ই ছিল অবধারিত, যা হয়েছে মূলত দুই স্পিনার মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েলের ঘূর্ণিতে। দুজনই সমান ১৫ রান খরচায় নিয়েছেন তিনটি করে উইকেট। তবে ব্রেসওয়েল পেয়েছেন একটি মেইডেন ওভার, যা ছিল না স্যান্টনারের।
স্বাগতিকদের পরাজয়ের ব্যবধান আরও বড় হতে পারত। মাত্র ৮৭ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। সেখান থেকে দশম উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে ৩৮ রান যোগ করেন হেইডেন ওয়ালশ ও ওবেদ ম্যাকয়, যা এই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রানের দশম উইকেট জুটি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার খেলে ১২৫ রান করতে পারে তারা।