বরিশাল নগরীর ভাটিখানা হাতেম আলী সড়ক ও পান্থ সড়কন আজ তিন দিন যাবত জলাবদ্ধতার কারণে মহল্লার মানুষ ঘর থেকে বের হতে পারছে না।
এ নিয়ে এলাকাবাসী ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়েছেন, মহল্লার ড্রেন গুলো নিয়মিত পরিষ্কার না করার কারণে পানি নামতে পারছে না।
এলাকাবাসী দাবি জরুরি বিত্তিতে কর্তৃপক্ষ জেনো ব্যাবস্হা নেয়।