বরিশাল ॥ বরগুনা পৌরসভার পাঠশালা সড়কে রবিবার (২১ আগস্ট) রাতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী দীপু রায় পটুকে ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে এস. আই আলমগীর ও পুলিশ কনস্টেবল প্রিন্স, কাওসার, মাহমুদ, সুমনসহ গোয়েন্দা পুলিশের একটি টিম নিয়ে ৯ নং ওয়ার্ডের বাসিন্দা নিমাই রায়ের ছেলে পটুকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করে।
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম মিলন বলেন, রবিবার গোপন তথ্যের ভিত্তিতে রাত ১১টার দিকে বরগুনা পৌর শহরের পশ্চিম বরগুনা পাঠশালা এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি পটু নামের একজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ে জড়িত তার সঙ্গীরা পালিয়ে যায়। সোমবার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠায়।