ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। তার সহধর্মিণী ইউনির্ভাসিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার ও মাউশির সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন এবং একমাত্র মেয়ে অন্বেষাও করোনায় আক্রান্ত হয়েছেন।
সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় মোকতাদির চৌধুরী নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম জানান, এমপি মহোদয় বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামের বাড়িতে অবস্থান করছেন। সোমবার তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সন্ধ্যায় পজিটিভ রিপোর্ট আসে।
এ ব্যাপারে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, পরীক্ষায় করোনা পজিটিভ হলেও তার শারীরিক তেমন কোনো অসুবিধা নেই। পরিবারের অন্যদেরও খুব একটা সমস্যা নেই। তিনি নিজ বাড়িতেই আছেন। এখানে থেকেই তিনি ও তার পরিবারের সদস্যরা চিকিৎসা নেবেন। তাদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।