পোস্তগোলা ব্রিজে বাস-ট্রাক সংঘর্ষে আহত ট্রাকচালক মারা গেছেন। ট্রাকচালকের নাম আবুল কালাম (৩০)।
চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মৃত আবুল কালাম চট্টগ্রাম ফটিকছড়ির বাসিন্দা তার বাবার নাম জাফর মিয়া।
এরআগে, সকাল সাড়ে ছয়টা পোস্তগোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সকালে স্থানীয়রা তাকে হাসপাতালে পাঠায়।
পথচারীর বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে পোস্তগোলা ব্রিজে কেরানীগঞ্জ থেকে ঢাকায় ট্রাক নিয়ে ফিরছিলেন আবুল হোসেন। এ সময় রাইদা পরিবহনের একটি বাস ব্রিজে ওভারটেকিং করতে চায়। এ সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে চালক আবুল কালাম গুরুতর আহত হন।
মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলে জানান পরিদর্শক বাচ্চু মিয়া।