পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে সমীহ করলেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। আসরে এখন পর্যন্ত দারুণ খেলার আত্মবিশ্বাস শিরোপা জয়ের স্বপ্ন দেখাচ্ছে মারিয়া-সাবিনাদের। এদিকে, শক্তিশালী ভারতের বিপক্ষে ফুটবলাররা ভালো করবে, বিশ্বাস সহকারী কোচ মাহমুদা আক্তারের। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল।
নারী সাফ চ্যাম্পিয়নশিপে পাঁচবার অংশ নিয়েও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি সাবিনা খাতুনদের। যদিও এবার সাম্প্রতিক পারফরম্যান্স, অভিজ্ঞতা আর অদম্য সাহস পুঁজি করে অধরা ট্রফি জিততে বদ্ধপরিকর লাল-সবুজের প্রতিনিধিরা।
কাঠমান্ডুতে নান্দনিক ফুটবল উপহার দিয়ে সামর্থ্যের প্রমাণও রেখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। মালদ্বীপ ও পাকিস্তানকে হারিয়ে এরই মধ্যে সেমিফাইনালে পা রেখেছে বাংলার জয়ীতারা। সাফে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক তুলে নেন গোলমেশিন খ্যাত সাবিনা খাতুন। সব মিলিয়ে এখন পর্যন্ত সাফে এই ফরোয়ার্ডের গোল ১৯টি।
এবার বাংলাদেশের সামনে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য। নিজেদের শেষ ম্যাচে সাবিনা বাহিনীর প্রতিপক্ষ ভারত। এখন পর্যন্ত দু’দলের সমান ৬ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিল টপার ভারত। তাই সমীকরণ বলছে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে লাল-সবুজরা। ম্যাচ সামনে রেখে কাঠমান্ডুর আর্মি হেড কোয়ার্টার মাঠে অনুশীলন করেছে ছোটনের দল। ভারতের বিপক্ষেও সেরাটা খেলতে চায় মারিয়া- সানজিদারা।
বাংলাদেশ নারী ফুটবল দলের মিডফিল্ডার মারিয়া মান্ডা বলেন, ‘যেহেতু আমাদের সামনের ম্যাচ ভারতের বিপক্ষে আমরা সবাই চেষ্টা করব ভালো খেলার। আর আমরা ওদের সঙ্গে ভালো খেললে বলা যায় না কী হবে গেমে। তাই আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলব।’
আরেক তারকা ঋতূপর্ণা চাকমা বলেন, ‘বাংলাদেশ থেকে একটা লক্ষ্য নিয়ে এসেছি যে, ফাইনালে যাব। ওইভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা পাকিস্তানের সঙ্গে গতম্যাচে যেভাবে খেললাম, ওই খেলাটা যদি অব্যাহত রাখতে পারি, ভারতের সঙ্গে আমরা অবশ্যই জয় নিয়ে ফিরব।’
দলের পারফরম্যান্সে কোচিং স্টাফরাও সন্তুষ্ট। শক্তিশালী ভারতের বিপক্ষে সাবিনারা আস্থার প্রতিদান দেবে বিশ্বাস সহকারী কোচ মাহমুদা আক্তারের। তিনি বলেন, ‘অবশ্যই ভারত ভালো একটা টিম। আমাদের বাংলাদেশও ভালো টিম। টিমের সবাই সম্পূর্ণ সুস্থ আছে। আশা করছি যে, ফার্স্ট ম্যাচে যেভাবে খেলেছি, উইন হয়েছি, সেকেন্ডটাও ওভাবেই। ১৩ তারিখ ভারতের বিপক্ষেও আশা করছি ভালো একটা ম্যাচ উপহার দেব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা মাঠ থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারি।’