ছবি: সংগৃহীত
‘মির্জা’ হয়ে বড় পর্দা কাঁপাতে আসছেন অঙ্কুশ হাজরা। প্রথম লুকেই ব্যাপক সাড়া ফেলেছে সিনে দুনিয়ায়। বাংলা অ্যাকশন প্যাক ছবি দেখে সিটি পড়বে, হাততালি পড়বে, তবেই না আনন্দ। আর বহুদিন পর বাংলা ছবির দর্শকদের সেই স্বাদ ফিরিয়ে দিচ্ছেন অভিনেতা অঙ্কুশ হাজরা।
অ্যাকশন প্যাক ছবির জন্য দক্ষিণী ছবির ছবি, নয়তো বলিউডের ছবির ওপর নির্ভর করতে হতো বাংলার দর্শকদের। যদিও বাংলায় সেই ছবির খানিক আস্বাদন এসেছে সুপারস্টার জিতের ছবি দেখে। তবে এবার ঈদে পর্দায় আসছে ‘মির্জা’। যে রুল গড়তে নয়, ভাঙতে জানে।
‘মির্জা’ এ অঙ্কুশের লুক নিয়ে চলেছে বিস্তর ভাবনাচিন্তা। ৩ থেকে ৪ বার লুক টেস্টের পর অবশেষে চমক নিয়ে হাজির অ্যাকশন হিরো অঙ্কুশ। ছবির প্রথম ঝলক সামনে আসার পর অঙ্কুশের লুক নিয়ে হয়েছে অনেক কথা।
কেউ বলছে, দক্ষিণের ছবির মাধ্যমে অনুপ্রাণিত, কেউ বলছে গরিবের পুষ্পা, কেউ আবার বলছেন একেবারেই মানায়নি এই লুকে অঙ্কুশকে। তবে এই খারাপ কমেন্টগুলো বাদ দিলে ভালো কমেন্টের সংখ্যা প্রচুর। ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করা মাত্রই শুভকামনায় ভরেছে অঙ্কুশের সোশ্যাল ওয়াল।
সুমিত-সাহিলের পরিচালনায় ‘মির্জা’-র শুটিং শুরু হবে ডিসেম্বর মাস নাগাদ। বিগ বাজেট এই ছবির ওপর ভরসা করে সিনেমামুখী হবেন দর্শক। তবে টাকা উপার্জন নয়, দর্শকদের ভালো একটা ছবি উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই এগিয়ে যাওয়া।