থামছেই না সার নিয়ে কারসাজি। সরকার পর্যাপ্ত বরাদ্দ দিলেও ডিলারদের সিন্ডিকেটের কারণে ন্যায্য দামে মিলছে না সার। খুচরা বাজারে বেশি দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ বগুড়ার কৃষকদের।
জানা গেছে, চলতি মৌসুমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আমনের লক্ষ্যমাত্রা ২০ হাজার ২৫০ হেক্টর জমি। এরইমধ্যেই ৯৫ শতাংশ জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে। তবে চারার বাড়ন্ত সময়ে প্রয়োজন মতো সার পাচ্ছে না আমন চাষিরা।
সরকার থেকে বরাদ্দ থাকলেও ডিলারদের কারসাজিতে এই সংকট তৈরি হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে কেউ পাচ্ছেন এক বস্তা সার আবার কেউ ফিরছেন খালি হাতে। তবে খুচরা বাজারে ঠিকই বেশি দামে সার বিক্রি করছেন ব্যবসায়ীরা।
কৃষকদের মধ্যে রবি শস্যের জন্য আগাম সার মজুতের প্রবণতা আছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মো. আদনান বাবু।
সারের কৃত্রিম সংকট রুখতে বগুড়ার ১২টি উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা করছে জেলা ও উপজেলা প্রশাসন।