ছবি: সংগৃহীত
সাইবেরিয়া মেগা পাইপলাইন ব্যবহার করে চীনের রুশ প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বাড়ছে। এতে খুব শিগগিরই রাশিয়া চীনের সবচেয়ে বড় গ্যাস সরবরাহকারী হয়ে উঠবে। এমনটাই জানিয়েছে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম।
আরটি এর প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) গ্যাজপ্রমের স্ট্র্যাটিজি বিভাগের ডেপুটি ডিরেক্টর কিরিল পোলাস বলেন, যে হারে চীনে রুশ গ্যাসের সরবরাহ বাড়ছে, এতে গ্যাজপ্রম সম্ভবত দেশটির বাজারে সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী হয়ে উঠবে।
সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল গ্যাস ফোরামে আলোচনাকালে তিনি বলেন, পাওয়ার অব সাইবেরিয়া প্রকল্পের আওতায় গ্যাস সরবরাহের জন্য আগে স্বাক্ষরিত চুক্তিকে বিবেচনায় নিলে মোট চুক্তিযোগ্য পরিমাণ দাঁড়ায় ৪৮ বিলিয়ন ঘনমিটার গ্যাস। উচ্চ মাত্রার সম্ভাবনার পাশাপাশি রফতানির নির্দিষ্ট পরিমাণে পৌঁছানোর পর রাশিয়া চীনের বৃহত্তম গ্যাস সরবরাহকারী হয়ে উঠবে।
তবে কিরিল পোলাস বলেন, গ্যাস শিল্পে সহযোগিতার বিকাশের পাশাপাশি এটিও গুরুত্বপূর্ণ যে চীন পারস্পরিক নির্ভরতাকে জটিল পর্যায়ে না বাড়ায়।
পাওয়ার অব সাইবেরিয়া মেগা পাইপলাইনের মাধ্যমে চীন গ্যাস সরবরাহ বাড়াচ্ছে গ্যাজপ্রম। ২০১৯ সালে থেকে ৩ হাজার কিলোমিটার (১ হাজার ৮৬৪ মাইল) পাইপলাইনটি চীনে রাশিয়ার গ্যাস সরবরাহ আনুষ্ঠানিকভাবে সরবরাহ শুরু করে।