রবার্ট সিলভেস্টার কেলি। ছবি: সংগৃহীত
তিনবারের গ্র্যামিজয়ী সংগীতশিল্পী আর অ্যান্ড বি গায়ক আর কেলি ৩০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। নারী, ছেলে ও মেয়েশিশুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করেছেন আদালত।
জানা গেছে, নিজ শহর শিকাগোর আদালতে বিচারকাজ সম্পন্ন হয় আর কেলির। একমাস ধরে বিচারকাজ চলার পর কেলির বিরুদ্ধে আনা ১৩টি অভিযোগের মধ্যে ছয়টিতে দোষী সাব্যস্ত করা হয়েছে। বিচারে বাধাপ্রদানসহ সাতটি অভিযোগ খারিজ করা হয়েছে।
৫৫ বছর বয়সী কেলির পুরো নাম রবার্ট সিলভেস্টার কেলি। শিকাগো ট্রিবিউন জানিয়েছে, শিশু পর্নোগ্রাফি বানানো ও প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। গত বছর যৌন কেলেঙ্কারি সংক্রান্ত বিভিন্ন অভিযোগে তার ৩০ বছর জেল হয়।
প্রসঙ্গত, ১৯৯২ সালে আর কেলি ‘বর্ন ইনটু দ্য নাইনটিজ’ নামে প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এরপর ২০১৬ সাল পর্যন্ত তার ১৪টি অ্যালবাম মুক্তি পেয়েছেন। এই সময়ের মধ্যে তিনি তিনটি গ্র্যামি পুরস্কার পেয়েছে।
সূত্র : বিবিসি