ক্রিকেটারদের পারফরম্যান্স বাড়ানো এবং ইনজুরিমুক্ত থাকার উপায় জানতে এবার কোচদের জন্য বিশেষ কর্মশালার আয়োজন করেছে বিসিবি। ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমির ট্রেইনারের তত্ত্বাবধানে যেখানে যোগ দিয়েছেন বিসিবির কোচ, ট্রেনার এবং ফিজিওরা। মূলত বয়সভিত্তিক থেকে মূল দলে আসা পর্যন্ত ক্রিকেটারদের দেখভাল করার বৈজ্ঞানিক উপায় নিয়েই কাজ করা হচ্ছে এখানে। তবে এতেও পুরোপুরি সন্তুষ্ট নন কোচরা। হাতে-কলমে শিখতে চান তারা।
তাসকিন আহমেদ, চোটে চোটে কাটিয়ে দিলেন ক্রিকেটীয় জীবনের একটা বড় সময়। এখন একই অবস্থা চলছে হাসান মাহমুদকে নিয়ে। তিনি কখন মাঠে থাকেন, আর কখন রিহ্যাবে সেটা বোঝা বড় দায়।
ইনজুরির সঙ্গে যুদ্ধ চলছে সাইফউদ্দিনেরও। শরিফুল কিছুদিন ভুগলেও এখন সুস্থ আছেন পুরোদমে। ইয়াসির রাব্বি, লিটন, সোহান কাউকে নিয়েই পুরোপুরি স্বস্তির জায়গাতে নেই ক্রিকেট বোর্ড। তারপরও লম্বা ক্রিকেট মৌসুম আরও চিন্তায় ফেলছে বিসিবিকে। সামনের ব্যস্তসূচিতে ক্রিকেটারদের ফিট রাখতে তাই নড়েচড়ে বসেছে তারা। কোচ, ফিজিও ও ট্রেনারদের নিয়ে শুরু হয়েছে তিন দিনের কর্মশালা।
যেখানে ক্রিকেটারদের ডায়েট, ইনজুরি রিহ্যাব থেকে শুরু করে পারফরম্যান্স সবকিছুর সঙ্গে বিজ্ঞানকে যুক্ত করে নতুন দিগন্তের উন্মোচন করতে চায় ক্রিকেট বোর্ড।
বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান ফাহিম সিনহা বলেন, ‘কোন স্পোর্টসে আমরা এটা এখনো ব্যবহার করিনি। আমাদের কোচরা বায়োমেকানিক্সের ওপর ট্রেইনিং পেয়ে থাকে, তাই আমরা চাচ্ছিলাম এটা নিয়ে একটা কোর্স করানো। অনূর্ধ্ব-১৯ এর পর কাতিয়ও দলে জায়গার সুযোগ কীভাবে তৈরি করতে হয়, এই কোর্সে এটারই গাইডলাইন আছে।’
কর্মশালা পরিচালনা করছেন ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির বায়োমেকানিক্স স্পেশালিস্ট ড. রত্নেশ সিং। ফিজিক্যাল এডুকেশন ও স্পোর্টস নিয়ে কাজ করা রত্নেশ জানান খেলাধুলার সঙ্গে বিজ্ঞানের সমন্বয় করতেই পারলে বেস্ট আউটপুট পাওয়া সম্ভব।
কর্মশালায় লোকাল কোচদের মাঝে আছেন মাহবুব আলী জাকি। পেসারদের নিয়ে কাজ করা এই অভিজ্ঞ কোচ শুধু ওয়ার্কশপেই তুষ্ট থাকতে নারাজ। তার চাওয়া বায়োমেকানিক্স ল্যাব। যেখানে হাতে কলমে তারা শিখবেন সবকিছু।
কোচ মাহবুব আলী জাকি বলেন, ‘একটা খেলোয়াড় ইনজুরিতে পরলে কীভাবে তাকে দ্রুত মাঠে ফেরানোর জন্য আমাদের কি কি করতে হবে এগুলোই আমাদের জানানো হবে এই কোর্সে।’
১৬ তারিখ থেকে শুরু হওয়া এই ওয়ার্কশপ চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। তিনদিনের এই কর্মশালায় টপ ও হাই পারফর্ম্যান্স মিলিয়ে অংশ নিচ্ছেন ২৬ জন। যেখানে লোকাল কোচ ছাড়াও আছেন ফিজিও ও ট্রেনার।