অজয় দেবগনের নতুন মুক্তি প্রতীক্ষিত ছবি ‘থ্যাঙ্ক গড’ আবারও বিপাকে পড়েছে। ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে কুয়েত সেন্সর বোর্ড।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, অজয় দেবগন এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত নতুন এই পৌরাণিক ছবিটি পশ্চিম এশিয়ার ইসলাম-অধ্যুষিত দেশে মুক্তি পাবার কোনো আশা নেই। সাম্প্রদায়িক সম্প্রীতিকে নেতিবাচক দিকে প্রভাবিত করতে পারে বলে কুয়েতের দরজাও বন্ধ করা হয়েছে।
এদিকে নিজ দেশেও ছবিটি মুক্তির পথ দেখবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। ছবিতে ভগবান চিত্রগুপ্তের উপাসনাকারী কায়স্থ সম্প্রদায়কে অবমাননাকর মন্তব্য করা হয়েছে।
তা ছাড়া প্রভু চিত্রগুপ্তের ভূমিকায় অজয়কে দেখা গেছে ব্লেজার, প্যান্ট এবং শার্টে। তাও অনেকে মেনে নিতে পারেনি ছবির ট্রেইলারে।
ছবিটিতে মূলত কর্মফল গণনা করে পরলোকে মানুষের অবস্থান নির্ণয় করার বিষয়টি উঠে এসেছে। তবে তা চিত্রায়ণে চরিত্রের ডায়ালগে আপত্তিকর শব্দের ব্যবহার রয়েছে। এমনটাই দাবি অভিযোগকারীদের।
এমন পরিস্থিতিতে আগামী ২৪ অক্টোবর দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে ‘থ্যাঙ্ক গড’ ছবিটি মুক্তি পাওয়া না পাওয়ার সম্ভাবনার মাঝেই কুয়েতের এমন নিষেধাজ্ঞা ছবির ভবিষ্যৎকে অনেকটাই অনিশ্চিত করে তুলেছে।